Amaro Porano Jaha Chay - Rabindra Sangeet

Rabindra Sangeet Bangla Lyrics:

আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গাে। তােমা ছাড়া আর এ জগতে মাের কেহ নাই, কিছু নাই গাে ॥ তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও— আমি তােমারে পেয়েছি হৃদয়মাঝে, আর কিছু নাহি চাই গাে ॥ আমি তােমার বিরহে রহিব বিলীন, তােমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ-মাস। যদি আর-কারে ভালােবাস, যদি আর ফিরে নাহি আস, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুখ পাই গাে ॥


Amaro-porano-jaha-chay-lyrics-in-bengali

Amaro Parano Jaha Chay(আমারো পরানো যাহা চায়) Rabindra Sangeet | Chinmay Roy

0 Comments